ইরানের ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ইসরায়েলকে হুঁশিয়ারি

সামরিক মহড়ার শেষ দিনে একই সঙ্গে বিভিন্ন ধরনের ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আজ শুক্রবার মহানবী (স)-১৭ নামের এই মহড়ার শেষদিনে ইরানি সেনারা দীর্ঘ, মধ্য ও স্বল্প পাল্লার এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। খবর পার্সটুডের।

জানা গেছে, মহড়ায় ইমাদ, কাদর, সিজ্জিল, যিলযাল ও জুলফিকার নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র শতভাগ নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে। একই দিনে ইরানের অ্যারোস্পেস ফোর্সের দশটি কমব্যাট ড্রোন একসঙ্গে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।এ খবরি নিশ্চিত করেছেন আইআরজিসি ডেপুটি চিফ অফ অপেরেশন্স এবং এই মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশান। তিনি জানিয়েছেন, তার বাহিনীর এই মহড়া ইহুদিবাদী ইসরায়েলের জন্য সরাসরি সতর্ক বার্তা বহন করছে। পাশাপাশি ইরানের প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য শান্তির বার্তা রয়েছে।

LEAVE A REPLY