বক্সিং ডে টেস্টে বাদ পড়লেন ব্রডসহ ৪ জন

অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের পরাজয়ের পর দল নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা করেছিলেন স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েও কার্যকর কিছু করতে পারেননি। এবার বক্সিং ডে টেস্টে তিনিসহ চারজন বাদ পড়েছেন ইংল্যান্ড দল থেকে। আগামীকাল রবিবার শুরু হবে বক্সিং ডে টেস্ট। ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড এই ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া করবে। তাই দলে এত পরিবর্তন।

ম্যাচের এক দিন আগেই আজ শনিবার ঘোষিত ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন ররি বার্নস, অলি পোপ, ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড। তাঁদের জায়গায় দলে ফিরেছেন জ্যাক লিচ, মার্ক উড, জ্যাক ক্রলি ও জনি বেয়ারস্টো। বার্নস দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ৫১ রান। অন্যদিকে পোপের সংগ্রহ ৪৮ রান। বল হাতে ব্যর্থ হয়েছেন ক্রিস ওকস। ৫৫.৬১ গড়ে তাঁর শিকার মাত্র ৩ উইকেট। অন্যদিকে পেস মহাতারকা ব্রড দুই ইনিংসে নিয়েছেন ২টি উইকেট।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জস বাটলার, জ্যাক ক্রলি, হাসিব হামিদ, জ্যাক লিচ, দাভিদ মালান, জনি বেয়ারস্টো, অলিভার রবিনসন, বেন স্টোকস, মার্ক উড, জেমস অ‍্যান্ডারসন।

LEAVE A REPLY