বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদ প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন। তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। আজ শনিবার একসাথে দু’জনের ছবি দিয়ে এক ফেসবুক পোস্টে সুখবরটি জানানো হয়েছে।
ক্যাপশনে লেখা হয়েছে, ‘দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্’।সেই পোস্টে নেটাগরিকরা এই দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন। উল্লেখ্য, দীর্ঘদিন প্রেম করার পর ২০১৮ সালের ১৬ ডিসেম্বর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সিয়াম-অবন্তী বিয়ে করেন।