প্রাভা হেলথ-এর বিউটি অ্যান্ড ওয়েলনেস সেন্টার উদ্বোধন

নতুন বিউটি অ্যান্ড ওয়েলনেস সেন্টার চালু করেছে বাংলাদেশের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা ব্র্যান্ড প্রাভা হেলথ। সেই উপলক্ষে আজ শুক্রবার একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বলা হয়েছে, সারা বছর বিশেষ করে শীতকালীন বিয়ের মৌসুমে গ্রাহকদের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় সৌন্দর্য ফুটিয়ে তুলে আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে প্রাভা’র এই বিউটি অ্যান্ড ওয়েলনেস সেন্টারটি। 

সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাভা হেলথ কেয়ারে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ গঠনে কাজ করবে এই বিউটি অ্যান্ড ওয়েলনেস সেন্টার। উদ্বোধনকালে প্রাভা হেলথ-এর চিফ গ্রোথ অফিসার ক্যাট ওয়েন্ডেলস্ট্যাড বলেন, এরকম একটি বিউটি অ্যান্ড ওয়েলনেস সেন্টার শুরু করতে পেরে আমরা আনন্দিত। রোগীদের সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিতে প্রয়োজনীয় সকল সেবা-সুবিধা প্রদান করবে আমাদের দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাভার হেলথ-এর ডার্মাটোলজি বিভাগের ভিজিটিং স্পেশালিস্ট ডা. শারমিনা হক, অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, প্রাভা হেলথ-এর ডেন্টিস্ট্রি বিভাগের কনসালটেন্ট ডা. লুবনা শারমিন, প্রাভা হেলথ-এর হেড অব মার্কেটিং সাফায়াত আলী চয়ন; প্রোডাক্ট ম্যানেজার সালমিন রফিক; ল্যাবরেটরি ডিরেক্টর মো: মাহবুবুর রহমান; হেড অব পেশেন্ট এক্সপেরিয়েন্স কুতুব উদ্দিন কামালসহ রোগী, চিকিৎসা, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য অতিথিবৃন্দ।

LEAVE A REPLY