শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষায় পুলিশ ইউনিট তৈরি করল তালেবান

শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে এবং সুরক্ষিত রাখতে ১৭০ সদস্য বিশিষ্ট নতুন পুলিশ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। স্থানীয় সময় রবিবার তালেবানের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে।

ভারতের সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে বলছে, এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে আফগানিস্তানের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়। তারা বলছে, এই ১৭০ জন সদস্য মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর সদস্য। তাদেরকে এক মাসের সেনা প্রশক্ষণ দেওয়া হয়েছে।

আফগানিস্তানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লতিফুল্লাহ খয়ের খাঁ বলেছেন, অবশ্য প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেগুলো সুরক্ষিত রাখতে নতুন পুলিশ ইউনিট তৈরি করা হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তালেবান প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। 
সূত্র: এএনআই।

LEAVE A REPLY