রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আইন করে নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানিয়েছে। আজ রবিবার বিকেল ৪টায় ন্যাপের সাত সদস্য বঙ্গভবনে উপস্থিত হন এবং নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যোগ দেন।
দলটি তাদের প্রস্তাবে আরো বলেছে, দেশের মানুষ সহিংস নির্বাচনের পরিবর্তে শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ দেখতে চায়। ন্যাপ নির্বাচনকে সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী করা, সৎ, যোগ্য, নির্মোহ ব্যক্তিদের কমিশনে নিয়োগদান, পবিত্র ধর্মের অপব্যবহার, অস্ত্র ও পেশিশক্তি ব্যবহারকারীদের গ্রেপ্তার ও শাস্তি প্রদান, স্বাধীনতার চেতনাবিরোধী ব্যক্তি ও সংগঠনকে নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ সাত দফা দাবি জানিয়েছেন রাষ্ট্রপতির কাছে।
ন্যাপের কার্যকরী সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসমাইল হোসেন, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, প্রেসিডিয়াম সদস্য কাজী সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পার্থসারথি চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক অনিল চক্রবর্তী।
আলোচনকালে দলের পক্ষে দায়িত্বপ্রাপ্ত কার্যকরী সভাপতি আইভি আহমেদের লিখিত বক্তব্য পেশ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের কাজ শুরু করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়ে সংলাপের আয়োজন করেছেন।