পাকিস্তান সুপার লিগ
আগামী ২১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে পাকিস্তানের ফ্রাঞ্জাইজি লিগ পিএসএলের ৭ম আসর। এরই মধ্যে দল গুছিয়ে ফেলেছে ফ্রাঞ্জাইজিরা। এদিকে পাকিস্তান সুপার লিগের দুই বছরের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২৪ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৬ কোটি টাকা) স্থানীয় দুটি স্পোর্টস চ্যানেল ‘এ’ স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস এই স্বত্ত্ব কিনে নিয়েছে।
এ বিষয়ে পিসিবির এক মুখপাত্র ক্রিকইনফোকে জানায়, পিএসএলের সম্প্রচার স্বত্ত্ব কেনার দৌড়ে ছিল মোট তিনটি পক্ষ। যাছাই-বাছাই শেষে ‘এ’ স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস চ্যানেলকেই দেয়া হয় স্বম্প্রচার স্বত্ত্ব। সম্প্রচার স্বত্ত্ব বিক্রিতে তারা এবার ৫০ ভাগ বেশি মূল্য পেয়েছেন আগেরবারের তুলনায়। ডি-ইভূ