জর্ডানের পার্লামেন্টে সংবিধান সংশোধন বিষয়ে বিতর্কের সময়ে সাংসদদের মধ্যে বাকবিতণ্ডার পর হাতাহাতির ঘটনা ঘটেছে। নারী-পুরুষ সবার সমান অধিকার নিশ্চিতে সংবিধান সংশোধনকে কেন্দ্র করেই পার্লামেন্টের স্পিকার ও ডেপুটি স্পিকারের দুপক্ষের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ ঘটনার পর পার্লামেন্টের অধিবেশন মুলতবি করা হয়। আরব নিউজের খবরে বলা হয়েছে, প্রস্তাবিত সংশোধিত সংবিধান নিয়ে আলোচনা শুরু হলে সংসদের স্পিকার আবদেল কারিম আল দাগমি ও ডেপুটি স্পিকার সোলেমান আবু ইয়াহইয়ার মধ্যে উত্তপ্ত বিতর্ক তৈরি হয়। এ সময় অন্য সাংসদরা এ সংশোধনকে অকার্যকর বলে অভিহিত করেন। জানা যায়, সংশোধিত সংবিধানে ‘জর্ডানিয়ানদের অধিকার ও কর্তব্য’ সম্পর্কিত দ্বিতীয় অধ্যায়ে ‘জর্ডানিয়ান নারী’ শব্দটি যুক্ত করা হয়। এ ধরনের পরিবর্তন জর্ডানিদের মধ্যে লিঙ্গভিত্তিক বৈষম্য তৈরি করবে বলে অভিযোগ করেন নারী সংসদ সদস্য।
এদিকে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্পিকার অধিবেশন পরিচালনায় ব্যর্থ বলে অভিযোগ করেন ডেপুটি স্পিকার। এরপর ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, ‘আপনি চুপ করুন, আপনি হলরুম ছেড়ে চলে যান।’ এরপরই শুরু হয় হাতাহাতি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটির সাংসদদের সেই হাতাহাতির ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এতে দেখা যায় যে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদস্যরা তর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু করেন।