ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নারী-শিশু হতাহত

সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের সানায় হুতি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনায়। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছে।হামলায় হুতি বিদ্রোহীদের বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি সৌদি জোটের।

এর আগে এক সংবাদ সম্মেলনে সৌদি জোটের মুখপাত্র জানিয়েছে, সৌদি আরবের ভূখণ্ডে গত ৬ বছরে ৪৩০টি মিসাইল ছুঁড়েছে হুতিরা। এ সময়ে ড্রোন হামলা চালানো হয়েছে সাড়ে আটশোরও বেশি।সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের আবদরব মানসুর আল-হাদি সরকারের পতনের পর ২০১৫ সাল থেকেই হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। হুতিদের দমনে চালানো হচ্ছে একের পর এক বিমান হামলা। সবশেষ, গত রবিবার সৌদি জোট এ বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে।

LEAVE A REPLY