খুলনায় ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

খুলনায় ৮০ পিস ইয়াবাসহ নাজমুল খান (২১) নামে পুলিশের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নাজমুল টাঙ্গাইল জেলার বাসিন্দা। খুলনার রূপসা উপজেলায় অস্থায়ী হিসেবে বসবাস করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে বুধবার (২৯ ডিসেম্বর) রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলা নবপল্লী আইচগাতী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. নায়েব আলী খানের ছেলে নাজমুলকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আটক নাজমুল পরে স্বীকার করেন তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) চাকরি করেন। বয়রা পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

LEAVE A REPLY