ভারতের সাবেক পেস বোলিং অল-রাউন্ডার ইরফান পাঠানের স্ত্রী সাফা বেগ। নিয়মিতই তাদের যুগল ছবি দেখা যায় সোশ্যাল সাইটে। ১০ বছরের ছোট সাফার সঙ্গে ২০১৪ সালে ইরফানের প্রথম দেখা হয়েছিল। প্রথম সাক্ষাতেই সাফার সঙ্গে ইরফানের ভালোবাসা হয়ে যায়। অত্যন্ত্য ফ্যাশণ সচেতন সাফা নিজেকে সবসময়ই হিজাবের আড়ালে রাখেন।
১৯৯৪ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সাফা বেগ। সৌদি আরবের জেদ্দা জেলার আজীজিয়া এলাকায় তিনি বড় হয়ে উঠেছেন। পড়াশোনা করেন সৌদি আরবের আন্তর্জাতিক ইন্ডিয়ান স্কুলে। সাফা এবং ইরফানের প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল, সেই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে শোনা যায়, ২০১৪ সালে দুবাইয়ে তাদের প্রথম দেখা হয়। এরপর ২০১৬ সালে তারা বিয়ে করেন।
ইরফান এবং সাফা একে অপরের সঙ্গে প্রায় বছর দুয়েক চুটিয়ে প্রেম করেন। এরপর ইরফান বরোদায় তার বাবা-মায়ের সঙ্গে সাফার পরিচয় করান। আর তারপরই তাদের বিয়ে হয়ে যায়। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ইরফান পাঠান এবং সাফা বেগ বিয়ে করেন। ওই বছরই ২০ ডিসেম্বর প্রথম সন্তানের জন্ম দেন সাফা। অসাধারণ সুন্দরী সাফা মধ্য-প্রাচ্য এশিয়ায় একজন স্বনামধন্য মডেলও ছিলেন।
সাফা যে নিজের মুখ সবসময় হিজাবের আড়ালে ঢেকে রাখেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বেশ আলোচনা চল। অনেকেই ইরফান পাঠানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। সেইসময় এই প্রসঙ্গে নীরবতা ভাঙেন সাফা। তিনি স্পষ্ট ঘোষণা করেন, ব্যক্তিগত ইচ্ছাতেই সাফা নিজেকে হিজাবের আড়ালে রাখেন। তিনি হিজাবের আড়ালে থাকবেন কি থাকবেন না- সেটা নিজের ইচ্ছা বলেও ঘোষণা করেন সাফা।