লজ্জার রেকর্ডে বাংলাদেশের পাশে ইংল্যান্ড

অ্যাসেজ জিতে অস্ট্রেলিয়ার দলের উচ্ছ্বাস।

প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের ম্যাচে সামান্য প্রতিরোধও গড়ে তুলতে পারেনি ইংল্যান্ড। মাত্র ৬৮ রান তুলতেই ১০ উইকেট হারায় তারা। আর তাতেই লজ্জার রেকর্ডে বাংলাদেশের পাশে বসেছে ইংল্যান্ডের নাম।

রবিবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে টেস্টে শুরুতে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে ইংলিশরা। ব্যাট হাতে বলতে গেলে একাই লড়াই করে গেছেন অধিনায়ক জো রুট।

টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে নামায় অস্ট্রেলিয়া। প্রথম দিনে মাত্র ৬৫ দশমিক এক ওভার ব্যাট করে সফরকারীরা অলআউট হয়ে গেছে মাত্র ১৮৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ রুটের। চারটি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ৫০ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন তিনি।

বাকিদের মধ্যে জনি বেয়ারস্টো ৩৫, বেন স্টোকস ২৫, ওলি রবিনসন ২২, ডেভিড মালান ১৪, জ্যাক লিচ ১৩ ও জ্যাক ক্রাউলি ১২ রান করেন। আগের ম্যাচে ভালো ব্যাট করা জস বাটলার আউট হন মাত্র ৩ রান করে। রানের খাতাই খোলা হয়নি ওপেনার হাসিব হামিদের।

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন অজি কাপ্তান প্যাট কামিন্স এবং নাথান লায়ন। এছাড় দুটি উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক। পাশাপাশি একটি করে উইকেট পান স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন।

এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়া প্রথম দিন শেষ করেছে ১ উইকেটের বিনিময়ে ৬১ রান সংগ্রহ করে। ৪২ বলে ৩৮ রান করে অ্যান্ডারসনের বলে সাজঘরে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ২০ রানে অপরাজিত রয়েছেন মার্কাস হ্যারিস।

ইংল্যান্ড একাদশ

হাসিব হামিদ, ডেভিড মালান, জ্যাক ক্রলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জনি বেয়ারেস্টো, জস বাটলার, মার্ক উড, ওলি রবিনসন, জেমস অ্যান্ডারসন এবং জ্যাক লিচ।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, মারকাস হ্যারিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন এবং স্কট বোল্যান্ড। ডি-এফবি

LEAVE A REPLY