টিকাপ্রাপ্তদের শরীরে দেখা গেছে ওমিক্রনের ৮ উপসর্গ

প্রতীকী ছবি

করোনার নতুন ধরন ওমিক্রন আগের চারটি ধরনের চেয়ে অনেকটাই আলাদা। টিকার সবগুলো ডোজ নেওয়া ব্যক্তিও এতে আক্রান্ত হয়েছেন। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এ ধরন প্রথম চিহ্নিত হয়। চিকিৎসকেরা বলছেন, প্রাথমিকভাবে সূক্ষ্ম পর্যবেক্ষণ এ ধরনকে খুব একটা ভয়ানক হিসেবে পাওয়া যায়নি। এর উপসর্গ আপাতত সর্দি-কাশির মতোই। খবর হিন্দুস্তান টাইমসের।

চিকিৎসকেরা টিকাপ্রাপ্তদের শরীরেও ওমিক্রনের আটটি উপসর্গ খুঁজে পেয়েছেন। এগুলো হলো-

১. মাথা ব্যথা।

২. কাশি।

৩. সর্দি।

৪. অবসাদগ্রস্ততা।

৫. গলা ব্যথা।

৬. জ্বর।

৭. পেশী ব্যথা।

৮. কনুই, হাঁটু, কোমরে ব্যথা।

ভারতে ক্রমেই বাড়ছে ওমিক্রন আতঙ্ক। সময়ের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরনটি। প্রাথমিকভাবে বিদেশ থেকে আগতদের মধ্যেই এটি পাওয়া যাচ্ছিল। কিন্তু বর্তমানে বিদেশযাত্রার ইতিহাস নেই- এমন ব্যক্তিরও ওমিক্রন হচ্ছে। বুধবার পর্যন্ত ভারতে মোট ৯৬১টি ওমিক্রন শনাক্ত হয়েছে। ডি- এইচএ

LEAVE A REPLY