রাজধানীর গুলিস্তান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রোড ডিভাইডারের ওপর উঠে গেছে। এতে রোড ডিভাইডার ভেঙে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে।নিহতদের নাম সুকুর মাহমুদ (৫৮) ও তুষার (২৫)।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শ্রাবণ পরিবহনের একটি বাস পল্টনে পুলিশ বক্সের পাশে রোড ডিভাইডারে তুলে দেয়। এতে কয়েকজন আহত হলেও গুরুতর আহত হয় দুজন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে প্রথমে সুকুর মাহমুদ ও পরে চিকিৎসাধীন অবস্থায় তুষার নামে আরও এক যুবক নিহত হয়।
তিনি আরও বলেন, নিহত সুকুর মাহমুদের পরিচয় পাওয়া গেছে। তিনি আমেরিকা প্রবাসী। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ভূইঘর এলাকায়।