বলিউডের পার্টিগুলো ভণ্ডামিতে ভরা, বিস্ফোরক মন্তব্য নওয়াজের

বলিউডের পার্টিগুলো ভণ্ডামিতে ভরা, তাই তো সেখানে যাই না বলে মন্তব্য করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

বলিউডের প্রথম সারির অভিনেতা হয়েও কোনো বলিউডের পার্টিতে তেমন দেখা পাওয়া যায় না নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।কেন বলিউডের পার্টিতে হাজির থাকেন না নওয়াজ? এমন এক প্রশ্নে এ মন্তব্য করেন ‌‘স্যাক্রেড গেমস’ এর অভিনেতা। তিনি জানান, এইসব পার্টিতে ‘প্রাণের বড্ড অভাব-পাশাপাশি ভণ্ডামিতে ভরা।’

‘সারফারোশ’ ছবিতে মিনিটখানের চরিত্র থেকে বর্তমানে বলিউডের প্রথম সারির অন্যতম তারকা হয়ে ওঠা নওয়াজ আজও থেকে গিয়েছেন সেই পুরোনো নওয়াজেই।

তিনি জানান, ‘বেশিরভাগ ছবিতে যে ধরনের চরিত্রে দেখা যায় আমাকে, বাস্তবেও আমি ঠিক সেরকমই ছাপোষা। সবাই বলে ছবিতে আমার অভিনীত চরিত্রগুলি নাকি বেশ বাস্তবোচিত। এর পেছনে কারণও রয়েছে। বলা হয়, বাস্তবে তুমি যতটা সাধারণ থাকবে, মাটির কাছাকাছি থাকবে তত আরও আন্তর্জাতিক হয়ে উঠবে।’

এক সাক্ষাৎকারে খোলাখুলি জানিয়েছেন ‘রইস’ এর অভিনেতা।

তিনি আরও জানান, ‌‘পর্দায় আমার অভিনীত চরিত্রগুলির মতো বাস্তবেও ভীষণ সাধারণ আমি। তাই তো বলিউডের ঝাঁ চকচকে পার্টির মধ্যে থাকার তুলনায় সাধারণ মানুষের সঙ্গে মিশতে বেশি ভালো লাগে আমার। আর তাই কাজ ছাড়া তাদের সঙ্গেই বেশি সময় কাটাই। বলিপাড়ার পার্টিগুলোতে প্রাণের বড্ড অভাব। 

সূত্র: হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY