বিশ্বে এক দিনে ৪৪০০ ফ্লাইট বাতিল, যুক্তরাষ্ট্রেই আড়াই হাজার

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একেবারে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রে সর্বোচ্চসংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সারা বিশ্বে চার হাজার ৪০০ ফ্লাইট বাতিল করা হয়। তার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আড়াই হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। 

গত বছরের ২৪ ডিসেম্বর থেকে হিসাবটা ধরলে, শুধু যুক্তরাষ্ট্রেই ফ্লাইট বাতিল হয়েছে ১২ হাজারের বেশি।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়, কর্মীদের কোয়ারেন্টিন করা নিয়ে এক রকম যুদ্ধ করতে হচ্ছে এয়ারলাইনসগুলোকে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যভাগের প্রবল তুষারপাতের ফলে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, যুক্তরাষ্ট্রে মোট বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে শিকাগোর ও’হারে এবং মিডওয়ে এয়ারপোর্টে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

ইউনাইটেড এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রন সংক্রমণ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল শনিবারের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। বিষয়টি যাত্রীদের আগেই জানানো হয়েছে। তারা  যেন পুনরায় টিকিট বুক করতে কিংবা বিকল্প ব্যবস্থা করতে পারেন, সে জন্য এটি করা হয়েছে।
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY