পশ্চিমবঙ্গে কভিড সংক্রমণ দ্রুত বাড়ছে। পরিস্থিতি পর্যালোচনা করে সোমবার থেকে কিছু কিছু বিধি-নিষেধ ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রবিবার এ নিয়ে নবান্নে বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। সেখানেই সম্ভাব্য বিধি-নিষেধ নিয়ে আলোচনা হয়। গত সোমবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ৪৩৯। গতকাল শনিবার তা বেড়ে ছাড়িয়ে গেছে সাড়ে চার হাজারের সীমা।
গত ছয় দিনে দৈনিক আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এমনকি রাজ্যে দৈনিক সংক্রমণের হারও ১২ শতাংশ ছাড়িয়েছে। শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার। অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে মহানগরসংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়।