মদিনায় বাড়ি থেকে ৪০০ মিটার দূরে মিলল পাকিস্তানি শিশুর মরদেহ

সৌদি আরবের মদিনার একটি উপত্যকায় হারিয়ে যাওয়া ১৪ মাস বয়সী একটি পাকিস্তানি শিশুর মরদেহ খুঁজে পাওয়া গেছে। সৌদির উদ্ধার ও অনুসন্ধান দল শিশুটির মরদেহ খুঁজে পায়।

শনিবার রাত পৌনে ৮টার দিকে সায়েদ সোসাইটি ফর সার্চ অ্যান্ড রেসকিউ একটি পাকিস্তানি শিশু হারিয়ে যাওয়ার খবর পায়। এরপর উদ্ধারকারী দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তারা শিশুটির বাড়ির আশপাশের বেশ খানিকটা এলাকাজুড়ে অনুসন্ধান শুরু করে। তিন ঘণ্টার চিরুনি অনুসন্ধান শেষে শিশুটির মরদেহের সন্ধান মেলে একটি প্রবল স্রোতের জলাধারের নিকট; শিশুটির বাড়ি থেকে ৪০০ মিটার দূরে।  

পরে সোসাইটি অথরিটিকে বিষয়টি জানায় উদ্ধারকারী দল। কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
সূত্র : গালফ টুডে

LEAVE A REPLY