বলিউডে এখন যে সকল গায়ক বেশ সাফল্যের সাথে দর্শকদের মন জয় করে চলেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন অরিজিৎ সিং, বাদশা! দুজনের ঘরানা দুই রকম হলেও দুই ধরনের গানেরই চাহিদা আছে বাজারে। মন খারাপ, বিরহ, প্রেম ভেঙে যাওয়ার ব্যথায় অরিজিতের থেকে ভালো আরাম আর কেউ দিতেই পারেন না! আর সেই প্রেম জোড়া লাগলেই যখন পার্টি করার ইচ্ছে হয়, তখন ডাক পড়ে বাদশার। রক আর র্যাপ শুনে তুমুল নাচে শ্রোতা।
তবে বলিউডের এই দুই গায়ককেই আক্রমণ করে বসলেন সুরকার ইসমাইল দরবার। যা এখন রীতিমতো ভাইরাল হয়েছে।
এক রেডিও শোতে সাক্ষাৎকার দেন ইসমাইল। আর সেখানেই যখন তাঁর কাছে এই সময়ের প্রিয় গায়ক কে জানতে চাওয়া হয়, তিনি বলেন, ‘অরিজিৎ আমার খুব পছন্দের। তবে ওর আকাশছোঁয়া সাফল্যে মাথা খারাপ হয়ে গেছে। কেমন যেন অদ্ভুত আচরণ করে আজকাল।’ শুধু তা-ই নয়, অরিজিৎ প্রসঙ্গে এরপর ইসমাইলকে বলতে শোনা যায়, ‘ও মনে করে ওর কাউকে আর দরকার নেই। কিন্তু এটা ঠিক না। আমি ওর ভালো চাই বলেই বলছি। এই ইন্ডাস্ট্রিতে অনেকেই এভাবে শেষ হয়ে গেছে। ও আমার কথা শুনলে খারাপ হবে না!’
এরপর বাদশা প্রসঙ্গে ইসমাইল বলেন, ‘ওটাকে গান না বলে ছড়া কাটা বলা ভালো। কোনো সুর নেই!’ সঙ্গে এই সুরকার মনে করেন, ‘বাদশা নিজেও জানে সে গাইতে পারে না।’
ইসমাইলের মতে বলিউডে টিকে থাকতে গেলে দরকার কঠিন অধ্যবসায়, সবার সাথে ভালো সম্পর্ক, পেশাদারি মনোভাব। সেটার অভাব ঘটলেই বিপদ! যদিও তাঁর করা এই বিস্ফোরক মন্তব্যের সঙ্গে সহমত নন বেশির ভাগই।