কলকাতায় ওমিক্রন, ৫০ শতাংশ দর্শক নিয়ে চালাতে হবে সিনেমা হল

করোনা এবং ওমিক্রনের আক্রমণ বেড়েই চলেছে ভারতের পশ্চিমবঙ্গে। দেশটির এই রাজ্যে জারি হয়েছে করোনাসংক্রান্ত একাধিক বিধি-নিষেধ। করোনা সংক্রমণ রুখতে একগুচ্ছ বিধি-নিষেধ জারি করেছে রাজ্য সরকার। 

রবিবার সংবাদ সম্মেলন করেছেন মুখ্য সচিব হরিকৃ্ষ্ণ দ্বিবেদী। নতুন করে কভিড সংক্রমণ হওয়ার কারণে বেশ কিছু বাংলা ও হিন্দি ছবির মুক্তি অনিশ্চয়তার মধ্যে ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি সিনেমা হল, যেমন সিঙ্গেলপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা রাখা যাবে।

বিধি-নিষেধ মেনে খোলা থাকবে সিনেমা হল। প্রতিটি সিনেমা হল, যেমন সিঙ্গেলপ্লেক্স বা মাল্টিপ্লেক্স ৫০ শতাংশ দর্শক নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা থাকতে পারবে। তবে সিনেমা হল মালিকদের উদ্দেশে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন মাস্ক ছাড়া দর্শকদের হলে প্রবেশ করতে না দেন। সমস্ত কভিড প্রটোকল মেনে সিনেমা হলে প্রবেশ করতে হবে দর্শকদের।

LEAVE A REPLY