সুদানে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ, নিহত ৫৪

সুদানে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া তীব্র বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর মুহুর্মুহু গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৪ জন গণতন্ত্রকামীর প্রাণহানি হয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল শনিবার সুদানি চিকিৎসকদের সংগঠন ‘দ্য সেন্ট্রাল কমিটি অব সুদানিস ডক্টরস’ এমন তথ্য দিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

জানা গেছে, বৃহস্পতিবার শুরু হওয়া সামরিক সরকারবিরোধী বিক্ষোভে সরাসরি গুলিতে আহত ২৩ বছর বয়সী আবদুল্লাহ আব্বাস মারা যায়। আবদুল্লাহ আব্বাস মারা যাওয়ার ফলে বৃহস্পতিবারের ওই বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ছয়। ফলে ২০২১ সালের ২৫ অক্টোবর তারিখ থেকে এখন পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা হয়েছে ৫৪ জন।উল্লেখ্য, উত্তর আফ্রিকার এ দেশটিতে ২৫ অক্টোবর তারিখ থেকে এমন অস্থিরতা চলছে। ওই সময় আবদাল্লা হামদোকের নেতৃত্বে থাকা অন্তর্বর্তীকালীন সুদানি সরকারকে ক্ষমতাচূত্য করে দেশটির সেনাবাহিনী। ওই সময় জরুরি অবস্থাও ঘোষণা করা হয়। এর মধ্যেও গণতন্ত্রের দাবিতে আন্দোলন থেমে নেই। 

LEAVE A REPLY