ওমিক্রন সংক্রমণের মধ্যেও আশা দেখছেন ফাউসি, কারণ …

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ আবারও বেড়ে গেছে। করোনার ওমিক্রন ধরন দেশটিকে ঝাঁকুনি দিচ্ছে। অল্প কয়েক সপ্তাহের মধ্যে সংক্রমণ শীর্ষে উঠতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের মহামারি উপদেষ্টা অ্যান্থনি ফাউসি। গতকাল স্থানীয় সময় রবিবার তিনি এ কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, ওমিক্রন সংক্রমণের ক্রমবর্ধমান হার সত্যিই নজিরবিহীন। 

পুরো বিশ্বেই ওমিক্রন ছড়িয়ে যাচ্ছে। গত শুক্রবার কেবল যুক্তরাষ্ট্রেই চার লাখ ৪৪ হাজারের বেশি করোনা রোগীর কথা জানা গেছে। এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে করোনার ঢেউয়ের শীর্ষ পর্যায়েও দৈনিক আক্রান্ত যা ছিল, এটি তার চেয়েও দুই লাখ বেশি।

কিন্তু ফাউসি বলছেন, দক্ষিণ আফ্রিকায় করোনার এই ধরন প্রথম পাওয়া গেছে; সেখানকার অভিজ্ঞতা বলছে, নভেম্বরের শেষের দিকে ধরনটি শনাক্ত করা হয়েছিল এবং দ্রুত শিখরে পৌঁছেছিল, তারপর প্রায় দ্রুত কমে গেছে। আর সেখানেই আশা দেখছেন ফাউসি।

তিনি আরো বলেন, আগের ধরনগুলোর চেয়ে ওমিক্রন হালকা। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার অনেক কমে গেছে।

দিন কয়েক আগে ফাউসি বলেছেন, যারা টিকার দুই বা তিন ডোজ নিয়েছে, তাদের ক্ষুদ্র আকারে জমায়েত নিষিদ্ধ করার প্রয়োজন নেই।

ফাউসি অভিভাবকদের কাছে অনুরোধ করে বলেছেন, বাচ্চাদের টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন, মাস্ক পরুন এবং প্রয়োজনে পরীক্ষা করান।

তিনি আরো বলেন, ‘আমি মনে করি সব কিছু সমন্বিত প্রচেষ্টায় করতে হবে। যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী বলেছেন, শিশুদের বিদ্যালয়ে ফেরানোর বিষয়টি বেশ ঝুঁকির। তবে এটা দরকার।’

মার্কিন রাজনীতিবিদরাও বলছেন, শিশুদের দুটি বছর নষ্ট হয়ে গেল। আরো বেশি সময় নষ্ট করা যাবে না। বাচ্চাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো বিদ্যালয়।
সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY