ভারতে ৭ দিনে দৈনিক সংক্রমণ বেড়েছে ৪৩০.৮৩ শতাংশ

ভারতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত সাত দিনে ভারতজুড়ে বেড়েছে করোনা। এক সপ্তাহে ভারতে সংক্রমণ বেড়েছে ৪৩০.৮৩ শতাংশ। ২৮ ডিসেম্বরের পর থেকেই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে।

২৮ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ছয় হাজার ৩৫৮। এর মাত্র সাত দিন পর অর্থাৎ ৩ জানুয়ারি করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় পৌঁছেছে ৩৩ হাজার ৭৫০-এ। অর্থাৎ দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪৩১ শতাংশ।

সংক্রমণের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৮৭৭ জন আক্রান্ত হয়েছে। এর পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এক দিনে মোট ছয় হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছে।

তবে স্বস্তির বিষয় হলো, আক্রান্তের সংখ্যা বাড়লেও কমছে মৃত্যুর সংখ্যা। রবিবার দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ছিল ২৮৪ জন, কিন্তু তার এক দিন পরেই অর্থাৎ সোমবার মৃতের সংখ্যা কমে হয়েছে ১২৩। একই সঙ্গে বাড়ছে দৈনিক সুস্থতার হারও।

এরই পাশাপাশি পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ভারতে গত ২৪ ঘণ্টায় শুধু ওমিক্রনেই আক্রান্ত এক হাজার ৭০০ জন। ওমিক্রন আক্রান্তের দিক দিয়েও শীর্ষ স্থানে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫১০। এর পরেই রয়েছে দিল্লি। দিল্লিতে এ সংখ্যা ৩৫১।

করোনার লাগামছাড়া সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ দেখা গেছে পশ্চিমবঙ্গে। এই পরিস্থিতিতে ১৫ জানুয়ারি পর্যন্ত কঠোর বিধি-নিষেধও জারি করেছে রাজ্য সরকার।

LEAVE A REPLY