গত ২ বছরে কোহলি-স্মিথ-বাবরদের টপকে গেছেন লিটন

মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। নান্দনিক ব্যাটিংয়ে লিটন দাস খেলেছেন ৮৬ রানের অনবদ্য এক ইনিংস। তাঁর এমন দুর্দান্ত ফর্ম গত দুই বছরেরও বেশি সময় ধরে চলছে।   নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪ উইকেটে ৪০১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশ এরই মধ্যে ৭৩ রানের লিড নিয়েছে, হাতে আছে আরো ৪টি উইকেট। বাংলাদেশের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে লিটনের ভূমিকা অনেক।   বর্তমানে টেস্ট ক্রিকেটে যাঁরা রাজত্ব করছেন তাঁদের মধ্যে বিরাট কোহলি, স্টিভ স্মিথ ও বাবর আজম অন্যতম। গত দুই বছরে টেস্টে কোহলি-স্মিথ-বাবরদের টপকে গেছেন লিটন, করেছেন তাঁদের চেয়ে বেশি রান। ২০২০ ও ২০২১ সালে টেস্টে মোট ১৩৮৯ রান করেছেন লিটন দাস। এই সময়ে কোহলি ১১৮৮, বাবর ১১৭০ ও স্মিথ ৯৩৩ রান করেছেন।   ২০২০ সালে লিটনের টেস্ট রান ছিল ৭৯৫ আর ২০২১ সালে ৫৯৪ রান। ২০২০ সালে কোহলির টেস্ট রান ছিল ৬৫২ আর ২০২১ সালে ৫৩৬ রান। ২০২০ সালে বাবরের টেস্ট রান ছিল ৭৫৪ আর ২০২১ সালে ৪১৬ রান। ২০২০ সালে স্মিথের টেস্ট রান ছিল ৫০৩ আর ২০২১ সালে ৪৩০ রান।

LEAVE A REPLY