প্রতিশ্রুতির ফুল ফুটিয়েছে লিটন : হার্শা ভোগলে

মাত্র মাস দুয়েকের ব্যবধান। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্ম করে সবার সমালোচনা কুড়িয়েছিলেন। এমনকি বিদেশি কিংবদন্তি ক্রিকেটাররাও লিটন দাসকে বাদ দিতে বলেন। সেই লিটন দাস সাদা পোশাকে অসামান্য পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতেও তাঁর ব্যাটে রানের ফোয়ারা।

লিটনের এই চোখ-ধাঁধানো ব্যাটিং দেখে তাঁর সমালোচকরাও এখন ভক্ত বনে গেছেন। ভারতের বিখ্যাত ক্রিকেট ভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন, লিটনের মধ্যে যে প্রতিভার প্রতিশ্রুতি ছিল, সেটি এখন ফুল হয়ে ফুটছে। টুইটারে হার্শা লিখেছেন, ‘খুব ভালো লাগছে দেখে যে লিটনের মধ্যে যে প্রতিশ্রুতি দেখেছিলাম, সেটি এখন ফুল হয়ে ফুটছে।’

লিটনের প্রতিভা নিয়ে আলোচনা নতুন কিছু নয়। সেই প্রতিভার পূর্ণ সদ্ব্যবহার তিনি কখনোই করতে পারেননি।  মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের প্রথম ইনিংসে ১৭৭ বলে ১০ চারে তিনি করেছেন ৮৬ রান। উইকেটে ছিলেন ২৪৭ মিনিট। পুরোটা সময় অসাধারণ নিয়ন্ত্রণ, প্রয়োজনে আগ্রাসন আর নান্দনিক সব শট খেলেছেন। ইনিংসে একটামাত্র ভুল শট খেলতে গিয়ে সেঞ্চুরির দুয়ার থেকে ফেরেন।

Delighted to see that the promise seen in Liton Das is beginning to flower.— Harsha Bhogle (@bhogleharsha) January 3, 2022

LEAVE A REPLY