শো নিয়ে আপত্তি, নেটফ্লিক্সকে ইউক্রেনের মন্ত্রীর চিঠি

নেটফ্লিক্সের শো ‘এমিলি ইন প্যারিস’র একটি চরিত্র নিয়ে ক্ষোভ জানিয়েছে ইউক্রেন। ‘এমিলি ইন প্যারিস’ শোটির কাহিনী আবির্তিত হয়েছে একটি মার্কিন তরুণী এমিলি কুপারকে নিয়ে। সে প্যারিসে আসে ফরাসি মার্কেটিং ফার্মে কাজ করার জন্য। এমিলি চরিত্রে অভিনয় করেছেন লিলি কলিন্স।

ইউক্রেনের আপত্তি শোয়ের পেত্রা নামের চরিত্রটিকে নিয়ে, যাতে অভিনয় করেছেন ইউক্রেনের অভিনেত্রী দারিয়া পাঞ্চেনকো। শোতে দেখানো হয়েছে পেত্রার ফ্যাশন নিয়ে ধারণা মোটেও মানসম্মত নয়। আর এতেই আপত্তি ইউক্রেনের। দেশটির সংস্কৃতি মন্ত্রী এ নিয়ে নেটফ্লিক্সে অভিযোগ জানিয়েছেন।টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘এমিলি ইন প্যারিসে ইউক্রেনের নারীকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা অগ্রহণযোগ্য। শুধু তাই নয়, এটা অপমানজনকও। তাহলে কী এভাবেই দেশের বাইরে ইউক্রেনকে দেখা হয়?’ 

বিডি প্রতিদিন

LEAVE A REPLY