টুইটারকে ‌‘যুক্তরাষ্ট্রের শত্রু’ আখ্যা দিলেন রিপাবলিকান রাজনীতিবিদ

মহামারী করোনাভাইরাস নিয়ে বার বার ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন কংগ্রেসওম্যান মেজরি টেইলর গ্রিনের অ্যাকাউন্ট স্থগিত রেখেছে টুইটার। এতে ক্ষুব্ধ হয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে ‘যুক্তরাষ্ট্রের শত্রু’ বলে আখ্যা দিয়েছেন রিপাবলিকান এ আইনপ্রণেতা।

করোনাভাইরাস নিয়ে দেওয়া ভুয়া তথ্য থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেয় টুইটার। এর আগেও চারবার মেজরি টেইলর গ্রিনের অ্যাকাউন্ট স্থগিত করেছিল টুইটার।গ্রিন বলেছেন, ‘এই নিষেধাজ্ঞা প্রমাণ করে টুইটার যুক্তরাষ্ট্রের শত্রু।’ সোশ্যাল মিডিয়া আউটলেট টেলিগ্রামে দীর্ঘ এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী এ রাজনীতিবিদ লিখেছেন, ‘সঠিক তথ্য প্রচার কখনই বন্ধ করতে পারবে না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।’

সূত্র : বিবিসি

LEAVE A REPLY