দিল্লির মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি নিজেই এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। 

আজ মঙ্গলবার সকালে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে কেজরিওয়ালের টুইটের বরাত দিয়ে জানিয়েছে, আমি করোনায় আক্রান্ত। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে আছি। যারা গত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেট করে রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।

প্রসঙ্গত, সামনেই উত্তরপ্রদেশ নির্বাচন। এই পরিস্থিতিতে সব দলই শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও দলের হয়ে প্রচার করতে গত দুই দিন উপস্থিত ছিলেন সেখানে। গত রবিবার লখনৌতে নির্বাচনী জনসভা করেন তিনি। 

সেখানে বিজেপি ও সমাজবাদী পার্টিকে আক্রমণ করে কথা বলেছেন কেজরিওয়াল। এরপর সোমবার দেরাদুনে দলের ‘নবপরিবর্তন সভা’তেও অংশ নিয়েছিলেন কেজরিওয়াল।

এদিকে করোনা টাস্কফোর্সের চেয়ারম্যান ডাক্তার ডি কে অরোরার বক্তব্য, ভারতে করোনার তৃতীয় ধাক্কা লেগেছে। মুম্বাই, দিল্লি ও কলকাতার মতো বড় শহরগুলোর ৭৫ শতাংশ করোনা রোগীই অতি সংক্রামক ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন।

গতকাল সোমবার করোনা টাস্কফোর্সের চেয়ারম্যান বলেছেন, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ভারতে প্রথম ওমিক্রন আক্রান্তের খবর মিলেছিল। পরের সপ্তাহে দেশটিতে ১২ শতাংশ ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে। গত সপ্তাহে হিসাবটা ছিল ২৮ শতাংশ। এতএব, বোঝাই যাচ্ছে ওমিক্রন দ্রুত হারে বাড়ছে ভারতজুড়ে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

LEAVE A REPLY