করোনা সংক্রমণ বাড়ছে, পাঞ্জাবে রাতে কারফিউ

ভারতের পাঞ্জাব প্রদেশে গত কয়েক দিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্থানীয় সময় মঙ্গলবার পাঞ্জাব সরকার নির্দেশ দিয়েছে, স্কুল-কলেজ বন্ধ থাকবে। এ ছাড়া জনগণের চলাচল সীমাবদ্ধ করতে রাতের বেলা কারফিউ জারি করা হবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য এক সভায় সভাপতিত্ব করার পর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হলো।

আজকের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সশরীরে উপস্থিত থাকা ক্লাসগুলো বন্ধ ঘোষণা করা হলেও অনলাইন ক্লাস চালু থাকবে।  

জানা গেছে, মেডিক্যাল এবং নার্সিং কলেজগুলোকে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 

দৈনিক রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। মদের বার, প্রেক্ষাগৃহ, মাল্টিপ্লেক্স, মল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, জাদুঘর, চিড়িয়াখানা ধারণক্ষমতার অর্ধেক নিয়ে চালু থাকবে।

অন্তত ১৫ জানুয়ারি পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। 

ক্রীড়া কমপ্লেক্স, স্টেডিয়াম, সুইমিংপুল এবং জিমনেশিয়াম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে খেলোয়াড় এবং খেলার সঙ্গে জড়িতরা জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো আয়োজনে শরিক হওয়ার জন্য প্রশিক্ষণ নিতে এসব স্থানে যেতে পারবেন।

নতুন আদেশে আরো বলা হয়েছে, শুধু সম্পূর্ণ টিকাপ্রাপ্ত কর্মীরা সরকারি এবং বেসরকারি অফিসে উপস্থিত হতে পারবেন। যদিও রাজনৈতিক বৈঠক কিংবা মিছিল-সমাবেশের ব্যাপারে কিছু বলা হয়নি।
সূত্র : এনডিটিভি।

LEAVE A REPLY