নিউজিল্যান্ডে কাল ইতিহাস গড়বে বাংলাদেশ : হার্শা ভোগলে

ছয় বছর ধরে নিয়মিত নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ফরম্যাটের কোনোটিতেই একটাও জয় পায়নি। সাদা পোশাকে অবস্থা সবচেয়ে বেশি খারাপ। জয় তো দূরের কথা, বেশির ভাগ ক্ষেত্রেই জুটেছে ইনিংস পরাজয়। কিন্তু এবারের সফরে সাকিব-তামিমবিহীন বাংলাদেশ দল তাক লাগিয়ে দিচ্ছে। মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন থেকেই তারা চালকের আসনে। এখন পাওয়া যাচ্ছে জয়ের সুবাতাস।

আজ মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিন শেষে বাংলাদেশ আছে জয়ের পথে। আগামীকাল পঞ্চম দিন কিউইদের ব্যাটিংয়ে নামতে হবে মাত্র ১৭ রানে এগিয়ে থেকে। হাতে আছে মাত্র ৫ উইকেট। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে একমাত্র আছেন রস টেইলর। যিনি ফর্মহীনতায় ভুগছেন তথা অবসরও ঘোষণা করেছেন। আজ দুইবার জীবন পেয়েছেন। একবার তাঁর ক্যাচ ফেলেন সাদমান ইসলাম। পরেরবার সহজ রান আউট থেকে বেঁচে যান। না হলে কিউইরা আরো বড় বিপদে পড়ে যেত।

এই ম্যাচ জিততে পারলে রীতিমতো ইতিহাস গড়া হয়ে যাবে। যেকোনো ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবার হারানো বিরাট ব্যাপার। ফরম্যাটটা যদি টেস্ট ক্রিকেট হয়, তাহলে মর্যাদাই আলাদা। ভারতের খ্যাতিমান ধারাভাষ্যকার হার্শা ভোগলে এই ম্যাচে নজর রাখছেন। গতকাল লিটন দাসকে প্রশংসায় ভাসিয়েছেন। আজ চতুর্থ দিনের খেলা শেষে তাঁর টুইট, ‘মাউন্ট মঙ্গানুইয়ে নতুন ইতিহাস তৈরি হচ্ছে। এটা হবে বাংলাদেশের জন্য বিরাট এক ব্যাপার। ব্যাটিংটা তারা দৃঢ়তার সঙ্গেই করেছে। এখন তারা পেস বোলিং দিয়ে জয়ের পথে এগিয়ে যাচ্ছে।’

Something pathbreaking happening in Mount Maunganui. It will be a huge moment for Bangladesh. Batting with determination and winning with pace.— Harsha Bhogle (@bhogleharsha) January 4, 2022

LEAVE A REPLY