আগ্নেয়গিরিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে একটি সক্রিয় আগ্নেয়গিরিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার সময় আগ্নেয়গিরির পাশে জাতীয় উদ্যানে ছিলেন ওই বৃদ্ধ। ওখান থেকে সক্রিয় কিলাউয়া আগ্নেয়গিরিতে পড়ে তার মৃত্যু হয়। 

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে একটি সক্রিয় আগ্নেয়গিরিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার সময় আগ্নেয়গিরির পাশে জাতীয় উদ্যানে ছিলেন ওই বৃদ্ধ। ওখান থেকে সক্রিয় কিলাউয়া আগ্নেয়গিরিতে পড়ে তার মৃত্যু হয়। 

ঘটনার দিন দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ওই বৃদ্ধের নিখোঁজ হওয়ার খবর তার পরিবারের সদস্যরা জানিয়েছে। তিনি হাওয়াই অঙ্গরাজ্যের হিলো কাউন্টির বাসিন্দা ছিলেন।

ন্যাশনাল পার্ক সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ন্যাশনাল পার্ক সার্ভিস রেঞ্জার এবং হাওয়াই কাউন্টির দমকল কর্মীরা কিলাউয়া আগ্নেয়গিরির চূড়া থেকে ১০০ ফুট নিচে থেকে নিহত ব্যক্তির মৃতদেহ খুঁজে পেয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় হেলিকপ্টারের সাহায্যে তার লাশ উদ্ধার করা হয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে ধারাবাহিক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বাসিন্দাদের যদিও বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছিল।

কিলাউয়া আগ্নেয়গিরি পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। হাওয়াইয়ের দক্ষিণ তীরে অবস্থিত কিলাউয়া ১৯৮৩ সাল পর্যন্ত সুপ্ত অবস্থায় ছিল। এরপর এটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

ঘটনার দিন দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ওই বৃদ্ধের নিখোঁজ হওয়ার খবর তার পরিবারের সদস্যরা জানিয়েছে। তিনি হাওয়াই অঙ্গরাজ্যের হিলো কাউন্টির বাসিন্দা ছিলেন।

ন্যাশনাল পার্ক সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, ন্যাশনাল পার্ক সার্ভিস রেঞ্জার এবং হাওয়াই কাউন্টির দমকল কর্মীরা কিলাউয়া আগ্নেয়গিরির চূড়া থেকে ১০০ ফুট নিচে থেকে নিহত ব্যক্তির মৃতদেহ খুঁজে পেয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় হেলিকপ্টারের সাহায্যে তার লাশ উদ্ধার করা হয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে ধারাবাহিক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বাসিন্দাদের যদিও বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছিল।

কিলাউয়া আগ্নেয়গিরি পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। হাওয়াইয়ের দক্ষিণ তীরে অবস্থিত কিলাউয়া ১৯৮৩ সাল পর্যন্ত সুপ্ত অবস্থায় ছিল। এরপর এটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

LEAVE A REPLY