আওয়ামী লীগ কার্যালয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় তরুণ, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক তরুণকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কার্যালয় ভবনের তিন তলার বাইরের দিকের অংশ থেকে ওই তরুণকে উদ্ধার করা হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ধার হওয়া ওই তরুণের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৯ বছর। তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তবে তিনি কীভাবে সেখানে পৌঁছালেন, তা জানা যায়নি।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বুধবার দুপুর ২টা ৪৪ মিনিটে খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসকর্মীরা দেখতে পান এক ব্যক্তি ভবনের ‘দেয়ালে’ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। পরে ক্রেন দিয়ে ৩টা ৩৮ মিনিটে তাকে উদ্ধার করা হয়। তাকে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY