ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনাভাইরাসের ওমিক্রন ধরন মোকাবেলায় আগামীতে মারাত্মক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, করোনায় আক্রান্তদের সামাল দেওয়ার সক্ষমতা বাড়াতে করোনা পরীক্ষার ক্ষেত্রে বিধি-নিষেধ শিথিলের ঘোষণা দিয়েছেন জনসন।
ব্লুমবার্গের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, টিকা নেওয়াদের যুক্তরাজ্যে যাত্রা শুরুর আগে করোনা পরীক্ষার বাধ্যবাধকতা উঠে যাবে। জানা গেছে, শুক্রবার থেকে সেই নিয়ম বাতিল হচ্ছে।
এমনকি বাড়িতে র্যাপিড কিটে পরীক্ষায় যারা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, ১১ জানুয়ারি থেকে আর পিসিআর পরীক্ষার দরকার পড়বে না।
বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বরিস জনসন বলেছেন, যাদের সবচেয়ে বেশি দরকার তাদের কাছে আমাদের টেস্টিং সক্ষমতা পৌঁছাতে ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি আরো জানান, যুক্তরাজ্যের হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রতি ৯ দিনে দ্বিগুণ হয়ে যাচ্ছে।
সূত্র : ব্লুমবার্গ।