জোড়া সেঞ্চুরিতে দলকে চ্যাম্পিয়ন করলেন শুভাগত হোম

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লংগার ভার্সনের চ্যাম্পিয়ন হয়ে গেল ওয়ালটন মধ্যাঞ্চল। শিরোপা জয়ের নায়ক অল-রাউন্ডার শুভাগত হোম চৌধুরী। প্রথম ইনিংসে বিপদে পড়া দলকে দারুণ এক সেঞ্চুরিতে পথ দেখানো শুভাগত হোম দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান। বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে রান তাড়ায় শুভাগতর অপরাজিত সেঞ্চুরিতে ৪ উইকেটের জয় পেয়েছে মধ্যাঞ্চল।

আজ বৃহস্প্রতিবার ছিল বিসিএল ফাইনালের শেষ দিন। ২১৮ রানের লক্ষ্য তাড়ায় জয়ের জন্য আজ ১৯২ রান প্রয়োজন ছিল মধ্যাঞ্চলের। ৩ উইকেটে ২৬ রান নিয়ে খেলতে নেমে তারা দিনের দ্বিতীয় সেশনেই লক্ষ্যে পৌঁছে যায়। শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে পথ দেখান শুভাগত ও জাকের। দুইজনে গড়েন ১৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি। শুভাগত দুর্দান্ত ব্যাটিংয়ে ১২১ বলে ২ ছক্কা ও ১৩ চারে অপরাজিত ১১৪* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

প্রথম ইনিংসেও শুভাগত হোম ১১৬ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। এছাড়া মোহাম্মদ মিঠুনও ডাবল সেঞ্চুরি হাঁকান। আজ মিঠুন কিছু করতে পারেননি। ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে পথ হারাতে বসা দলের হাল ধরেন শুভাগত ও জাকের। প্রথম ইনিংসে ফিফটি করা জাকের আজ অপরাজিত থাকেন ৪১* রানে। নাসুম আহমেদকে চার মেরে তিনি মধ্যাঞ্চলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচসেরা হয়েছেন শুভাগত হোম। তিন সেঞ্চুরি হাঁকানো জাকির হাসান আর একটি করে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করা মোহাম্মদ মিঠুন হয়েছেন টু্নামেন্ট সেরা।

LEAVE A REPLY