অটোগ্রাফ যখন মাথায়!

কাগজ, নোটবুক, ব্যাট, বল, প্যাডসহ কত কিছুতেই তো প্রিয় তারকার অটোগ্রাফ নিয়ে থাকেন ভক্তরা। তবে অ্যাশেজের চতুর্থ টেস্টে এক ক্রিকেটপ্রেমী যা করলেন, তেমন আবদার সচারচর কাউকে করতে দেখা যায় না! গতকাল বুধবার থেকে শুরু হওয়া টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে মাত্র ৪৬.৫ ওভার খেলা হয়েছে। ইতিমধ্যে অ্যাশেজ জিতে নেওয়া আজ দ্বিতীয় দিনে উসমান খাজার সেঞ্চুরিতে ৪১৬ রানের পাহাড় গড়েছে।

গতকাল ম্যাচ চলাকালীন এক ভক্ত ইংলিশ স্পিনার জ্যাক লিচের কাছে বিচিত্র আবদার করে বসেন। লিচ যখন বাউন্ডারি লাইন দিয়ে হেঁটে আসছিলেন, তখন সেই ভক্ত নিজের ন্যাড়া মাথা এগিয়ে দিয়ে লিচকে অটোগ্রাফ দিতে অনুরোধ করেন। লিচ বিস্মিত হয়ে হেসে দেন। অবশ্য সাথে সাথেই তিনি ভক্তের আবদার মিটিয়েছেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভক্তের পাগলামি অন্য ক্রিকেটপ্রেমীদের বেশ মজা দিচ্ছে।

ইতোমধ্যেই অ্যাশেজ নিশ্চিত করা অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্টেও দুর্দান্ত খেলছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ৪১৬ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করেছে তারা। দীর্ঘদিন পর দলে ঢুকে উসমান খাজা ২৬০ বলে ১৩টি বাউন্ডারিত ১৩৭ রানের ইনিংস খেলেছেন। টেস্টে এটি খাজার ৯ম সেঞ্চুরি। স্টিভ স্মিথের ব্যাট থেকে এসেছে ৬৭ রান। মার্কাস হ্যারিস করেন ৩৮ রান। চতুর্থ সর্বোচ্চ রান করেছেন মিচেল স্টার্ক (৩৪)।

Jack Leach signing a guy’s head 😂 #Ashes pic.twitter.com/g6JL6xaqiC— 7Cricket (@7Cricket) January 5, 2022

LEAVE A REPLY