ক্রাইস্টচার্চে টিম টাইগার; যে মাঠে কিউইরা কখনো হারেনি

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ। সেটাও আবার টেস্ট ফরম্যাটে অসাধারণ পারফর্মেন্স করে। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ খেলতে টিম টাইগার এখন ক্রাইস্টচার্চে। এই সেই ক্রাইস্টচার্চ, যেখানে ২০১৯ সালে মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা একটায় ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। এখানেই ৯ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আজ সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে হ্যাগলি ওভালে অনুশীলন শুরু করবেন মুমিনুলরা এই মাঠে বাংলাদেশের অতীত রেকর্ড ভালো নয়। এই মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত একটি টেস্ট খেলে একটিতেই হেরেছে। ২০১৯ সালে যে টেস্ট এখানে খেলার কথা ছিল, সেটি তো মসজিদে হামলার কারণে বাতিল হয়ে যায়।

টাইগারদের জন্য আরও একটা দুঃখজনক তথ্য হলো, হ্যাগলি ওভালে ৮টি টেস্ট খেলে ৭টিতেই জিতেছে নিউজিল্যান্ড। অন্য ম্যাচটি ড্র হয়েছে। তবে নিউজিল্যান্ডে গিয়ে পরাজয়ের লম্বা ইতিহাস বদলে দেওয়া তারুণ্য নির্ভর বাংলাদেশ দল এবার উজ্জীবিত। তবে আনন্দের জোয়ারে কেউ ভেসে যাচ্ছেন না। তাই মাউন্ট মঙ্গানুইয়ে জয়ের পর টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক বলেছিলেন, ‘আজ আমি এই জয় ভুলে যেতে চাই। তাকাতে চাই ক্রাইস্টচার্চের পরের টেস্ট ম্যাচে।’

LEAVE A REPLY