চীনে পানির তলদেশে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল চালু

বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে চীন। ২০১৮ সালে কাজ শুরুর প্রায় চার বছর পর পানির তলদেশে ১০ দশমিক ৭৯ কিলোমিটার(৬ দশমিক ৬৫ মাইল) দৈর্ঘ্যের টানেলটি উন্মুক্ত করা হয়। খবর সিএনএনের।

জানা গেছে, টানেলটি পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের তাইহু লেকের নিচে দিয়ে গেছে। সাংহাই থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত তাইহু নামের এই হাইওয়েটি। এটি নির্মাণে এক হাজার কোটি ইউয়ান (প্রায় দুইশ কোটি মার্কিন ডলার) ব্যয় হয়েছে। জিনহুয়া বলছে, দ্বিমুখী এই টানেল নির্মাণে ২০ লাখ ঘনমিটারের বেশি কংক্রিট লেগেছে। এই টানেলের ছয়টি লেন রয়েছে। টানেলটি ১৭ দশমিক ৪৫ মিটার চওড়া। এছাড়া চালকের ক্লান্তি এড়াতে টানেলের সিলিং রঙিন এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের দীর্ঘতম চলমান হাইওয়ে টানেলটি নরওয়েতে অবস্থিত। এই টানেলের দৈর্ঘ্য ১৪ দশমিক তিন কিলোমিটার। এটি স্ট্যাভাঞ্জার শহর ও স্ট্র্যান্ডের পৌরসভার মধ্যে দিয়ে গেছে। তবে তাইহু টানেলটি পানির তলদেশ দিয়ে যাওয়া দীর্ঘতম টানেল।

LEAVE A REPLY