ভারতের গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত স্থানীয় সময় বৃহস্পতিবার বলেছেন, রাজ্যের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে, সাবেক মুখ্যমন্ত্রী প্রতাপসিং রানেকে স্থায়ীভাবে মন্ত্রির মর্যাদা দেওয়া হবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গোয়ার সাবেক এই মুখ্যমন্ত্রী কংগ্রেসের এমএলএ। প্রমোদ সাওয়ান্ত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোয়া লেজিসলেটিভ অ্যাসেম্বলির সাবেক স্পিকার এবং সাবেক মুখ্যমন্ত্রী প্রতাপসিং রানেকে স্থায়ীভাবে মন্ত্রির মর্যাদা দেওয়ার ব্যাপারে।
প্রমোদ সাওয়ান্ত বলেছেন, তাকে এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো- গোয়া বিধানসভায় বিধায়ক হিসেবে ৫০ বছর পূর্ণ করেছেন প্রতাপসিং।
তিনি আরো বলেন, রাজ্যের মন্ত্রিসভা সিদ্ধান্তে এসেছে যে, যে ব্যক্তি বিধায়ক হিসেবে ৫০ বছর পার করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সাবেক স্পিকারও তিনি; ভবিষ্যতে এ ধরনের মর্যাদা তার প্রাপ্য।
জানা গেছে, ৮৭ বছর বয়সী প্রতাপসিং ১৯৮৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে চারবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
সূত্র: এনডিটিভি।