কিছুদিন আগেই চীনের কাছ থেকে পাকিস্তান জে-১০সি মডেলের ২৫টি যুদ্ধবিমান কিনেছে। এ নিয়ে যখন পাকিস্তানের সামরিক শক্তি-সামর্থ্যের বিষয়টি বেশ আলোচনায় তখনই তুরস্কের সঙ্গে ৩০টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের চুক্তি বাতিলের গুঞ্জন উঠেছে। যদিও পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, খবরটি ভিত্তিহীন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ডেইলি সাবাহ’র।
দেশটির সেনাবাহিনী বলছে, গণমাধ্যম বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে। এ বিষয়ে আজ শুক্রবার একটি বিবৃতি দিয়েছেন পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক বাবর ইফতিখার। বলা হচ্ছে, পাকিস্তান কখনো তুরস্কের কাছ থেকে হেলিকপ্টার ক্রয় করার চুক্তি বাতিল করেনি। এ বিষয়ে যে সমস্ত খবর বের হয়েছে, তার সবগুলো ভিত্তিহীন। এর আগে, তুরস্কের পরিবর্তে চীন থেকে অ্যাটাক হেলিকপ্টার কিনবে পাকিস্তান বলে খবর প্রকাশিত হয়। উল্লেখ্য, হেলিকপ্টারগুলো ক্রয়ের জন্য তুরস্কের সঙ্গে ১.৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল পাকিস্তান। যে হেলিকপ্টারগুলোর ইঞ্জিন তৈরি হয় যুক্তরাষ্ট্রে। চুক্তির পর যুক্তরাষ্ট্র এই ইঞ্জিনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে, যারই ফলশ্রুতিতে চুক্তি বাতিল করে পাকিস্তান বলে শোনা যায়।