আপনার নীরবতা ঘৃণার কণ্ঠকে শক্তিশালী করছে : মোদিকে শিক্ষার্থীরা

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (আইআইএম) কয়েকজন ছাত্র-শিক্ষক দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা একটি খোলা চিঠিতে ধর্মীয় সংঘাত ও ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে তাকে কথা বলার আহ্বান জানিয়েছেন।

তারা নরেন্দ্র মোদিকে সম্বোধন করে লিখেছেন, ‘বিভিন্ন ইস্যুতে আপনার নীরবতা ঘৃণাজীবীদের কণ্ঠকে শক্তিশালী করে।’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।সাম্প্রতিক সময়ে দেশটির উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি সভায় বিজেপি নেতাসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ধর্মীয় প্ররোচনামূলক বক্তব্যে ভারতজুড়ে বেশ সমালোচনা শুরু হয়। সাম্প্রদায়িক বক্তব্যের বিরুদ্ধে সারাদেশের মানুষ ফুঁসে উঠলেও ওই ঘটনায় নরেন্দ্র মোদি কোনো মন্তব্য করেননি। ওই সূত্র ধরেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন আইআইএমের ছাত্র-শিক্ষকরা। 

চিঠিতে আরও লেখা হয়েছে, ‘ঘৃণ্য বক্তব্য ও অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে দলবদ্ধ সংঘাতের ডাক কখনোই কাম্য নয়। ঘৃণা, ভয় ও সংঘাতের এসব উচ্চস্বর আমাদের মৈত্রী ও অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করে। আমরা আপনাকে অনুরোধ করছি, আপনি এসব অপশক্তির বিরুদ্ধে কথা বলুন, ঘৃণার বিরুদ্ধে দেশবাসীকে একত্রিত করুন। নয়তো একদিন এসব অপশক্তি আমাদের মাঝে ভয়াবহ রকমের বিভাজন তৈরি করবে।’

LEAVE A REPLY