অনেকদিন ধরেই ভারতের সাবেক অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর রাজনীতিতে যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সেটি সত্য হয়নি। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ‘কলকাতার মহারাজ’। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী ছিলেন গোয়ায়। কলকাতায় ফিরেই তিনি সৌরভকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
সৌরভ এখন সুস্থ হলেও নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। তার মেয়ে সানা গাঙ্গুলীও কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মাঝেই আজ সোমবার সৌরভের বেহালার বাড়িতে মুমতা ব্যানার্জীর শুভেচ্ছাবার্তাসহ ফল-মিষ্টি নিয়ে যান ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে। সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি সেই উপহার গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে উপহার ও শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত সৌরভের পরিবার। মমতা ব্যানার্জীকে তারা ধন্যবাদও জানিয়েছেন।
উল্লেখ্য, সৌরভ-কন্যা সানা ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন সৌরভের চাচা দেবাশিস গাঙ্গুলী, খুড়তুতো ভাই শুভ্রদীপ গাঙ্গুলী এবং তার স্ত্রী জেসমিন গাঙ্গুলী। জানা গেছে, সৌরভ আক্রান্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা হয়েছিল। সেই সময় সানা-ডোনাসহ সবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। সৌরভের চিকিৎসায় ব্যবহৃত হয়েছিল মনোক্লোনাল এন্টিবডি ককটেল থেরাপি। বর্তমানে তিনি সুস্থতার পথে আছেন।