সারা বিশ্বের করোনা পরিস্থিতি

Coronavirus Asian flu ncov over Earth background and its blurry hologram. Concept of cure search and global world. 3d rendering toned image. Elements of this image furnished by NASA

প্রতীকী ছবি

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩১ কোটি ১০ লাখ ৯৯ হাজার ৮০ জন এবং মারা গেছে ৫৫ লাখ ১২ হাজার ৪৬৮ জন। জন হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ২৬ কোটি ছয় লাখ ৭৩ হাজার ৩৫ জন। বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত রয়েছে চার কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৫৭৭ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৩ হাজার ৭৩২ জন। বিশ্বে করোনায় সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছে আট লাখ ৬১ হাজার ৩৬৬ জন। তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, জার্মানি, ইতালি ও স্পেন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

LEAVE A REPLY