বাড়িতে থেকেই কাজ করার নির্দেশ দিল্লিতে সব বেসরকারি অফিস বন্ধ

বিশ্বে করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটির রাজধানী দিল্লিতে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এ পরিস্থিতিতে সামগ্রিক লকডাউনের পথে না গিয়েও ক্রমশ কড়াকড়ির পথে হাঁটছে দিল্লি।

জানা গেছে- হোটেল, রেস্তোরাঁ, পানশালায় বসে ভোজন বন্ধ করার পর এবার দিল্লিতে বন্ধ হতে চলেছে সমস্ত বেসরকারি কার্যালয়। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা বাড়িতে বসেই সারবেন অফিসের কাজ। সে অনুসারে জারি করা হয়েছে নতুন নির্দেশনা।

জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাকে অবশ্য ছাড় দিয়েছে দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ)।

ওমিক্রন সংক্রমণ মোকাবিলায় গতকাল সোমবার থেকে বন্ধ হয়েছে দিল্লির রেস্তোরাঁ, হোটেলে বসে খাওয়াদাওয়া। বলা হয়েছে, খাবার কিনে তা বাড়িতে নিয়ে গিয়ে খেতে হবে। তবে, বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা অব্যাহত থাকবে। 

এতদিন অর্ধেক উপস্থিতি নিয়ে চালু ছিল সরকারি ও বেসরকারি কার্যালয়গুলো। এবার সেই নিয়মে বদল হলো। নতুন নির্দেশনায় সমস্ত বেসরকারি অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে। ওইসব অফিসের শতভাগ কর্মী বাড়ি থেকে কাজ করবেন। প্রত্যাশিতভাবেই জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে এই নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া ডটকম।

LEAVE A REPLY