ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে টেস্টটিই ছিল নিউজিল্যান্ডের ব্যাটার রস টেইলরের শেষ টেস্ট। ব্যাট হাতে বড় কিছু না করতে পারলেও ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ বলে উইকেট নিয়েছেন তিনি। বিদায়ী সেই টেইলরকে ‘গার্ড অব অনার’ দিয়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে রস টেইলরের সঙ্গে ছবি আপলোড করে সামাজিক মাধ্যম ফেসবুকে মুশফিকুর রহীম লিখেছেন, ‘দুভার্গক্রমে ম্যাচটা হেরে গেছি। লিটন আরো একটি শতক হাঁকিয়েছে তা দেখে ভালো লাগল। যাইহোক, অসাধারণ টেস্ট ক্যারিয়ারের জন্য রস টেইলরকে অভিনন্দন জানাই। এই খেলাটির একজন কিংবদন্তি সে।’
উল্লেখ্য, ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৫২১ রান করেছিল। দুই ইনিংসে ২০ উইকেট মিলিয়েও এই রান করতে পারেনি বাংলাদেশ। ফলে ক্রাইস্টচার্চে হারতে হয়েছে ইনিংস ও ১১৭ রানের বড় ব্যবধানে। এই হারের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হলো।