‘ইরানের সঙ্গে পারবে না জেনেও ইসরায়েল আওয়াজ দিচ্ছে’

ইরানকে মোকাবেলা করার শক্তি দখলদার ইসরায়েলের নেই বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হোসেন দাদরাস। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের আওয়াজের কারণ হলো তারা জানে ইরানের সঙ্গে পেরে উঠবে না এবং কখনো যদি ইরান ক্ষেপে গিয়ে জবাব দেয় তাহলে ইসরায়েলের আর উঠে দাঁড়ানোর শক্তি থাকবে না।

আজ বুধবার সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন হোসেন দাদরাস। তিনি আরও বলেছেন, বিশ্বের বৃহৎ শক্তিগুলো ইরানের সঙ্গে আলোচনায় বসেছে দেশটির শক্তিমত্তার কারণে। জাতীয় ঐক্য ও বিজ্ঞ সর্বোচ্চ নেতার কল্যাণে এই শক্তি অর্জিত হয়েছে।ইরানের এই কমান্ডার বলেন, কার্যক্ষেত্রে যেসব বিষয় সশস্ত্র বাহিনীকে সহযোগিতা করে সেগুলো হলো ধৈর্য, সহনশীলতা, দৃঢ়তা ও প্রজ্ঞা। এগুলো একজন যোদ্ধাকে নিয়ম-কানুন মেনে চলতে এবং অন্যান্য বিষয় মোকাবেলা করতে শক্তি যোগায়। মধ্যপ্রাচ্যে গত কয়েক বছরের নানা সংকট ও অনিরাপত্তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোতে বিশৃঙ্খলাসহ নানা ঘটনা ঘটলেও ইরানে পরিপূর্ণ নিরাপদে রয়েছে। সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY