ইউক্রেনে হামলার অজুহাত তৈরির পরিকল্পনা রাশিয়ার, দাবি যুক্তরাষ্ট্রের

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র বলছে, তাদের কাছে তথ্য রয়েছে—ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত তৈরির পরিকল্পনা করছে রাশিয়া। ষড়যন্ত্রের অংশ হিসেবে এরই মধ্যে নাশকতাকারীদের ইউক্রেনে প্রস্তুত রাখা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। 

স্থানীয় সময় শুক্রবার এমন তথ্য নিয়ে হাজির হন মার্কিন কর্মকর্তারা। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কারবি শুক্রবার বলেন, তাঁদের কাছে তথ্য রয়েছে—সাজানো হামলা চালাতে নাশকতাকারী একটি দলকে প্রস্তুত করেছে রাশিয়া। এমনভাবে হামলাটি পরিকল্পনা করা হয়েছে যেন মনে হয়—ইউক্রেনে বসবাসরত রুশভাষীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এবং এ ছুতোয় রুশ বাহিনী ইউক্রেনে ঢুকে পড়বে।

জন কারবির সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি। তিনি জানান, মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্য বলছে, পূর্ব ইউক্রেনে রুশ সামরিক অভিযান চালানোর কয়েক সপ্তাহ আগে সাজানো হামলাগুলো হবে। জেন সাকি দাবি করেন, চলতি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে এসব হামলা শুরু হতে পারে।

LEAVE A REPLY