ইংলিশ লিগকে ‘কৃষক লিগ’ বানিয়ে ফেলল গার্দিওলার ম্যানসিটি

ফরাসি লিগ ওয়ানকে ব্যঙ্গ করে ‘কৃষক লিগ’ বলা হয়। এতে জোতদার পিএসজি, বাকি সবগুলো দল হলো ‘কৃষক’। লিগ ওয়ানের অন্য দলগুলোর সঙ্গে পিএসজির পারফর্মেন্সে থাকে অনেক ব্যবধান। পিএসজিই লিগ জিতবে- এটা ধরে নেওয়া যায় লিগ শুরুর আগেই। অন্যদিকে, ইংলিশ লিগ হলো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিশ্বের এক নম্বর লিগও এটি। এই ইংলিশ লিগটাকেও ‘কৃষক লিগ’ বানিয়ে ফেলেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল ইংলিশ জায়ান্ট চেলসি। থমাস টুখেল দায়িত্ব নেওয়ার পর চেলসির রাতারাতি উন্নতি হয়েছিল, তারই ফসল ছিল চ্যাম্পিয়নস লিগ জয়।

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানসিটি ও লিভারপুল তো আগে থেকেই শক্তিশালী ছিল। আর্সেনাল এবং টটেনহ্যামের মতো দলও ছিল। তাই ধারণা করা হচ্ছিল, এবারের প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইটা হবে সবচেয়ে জমজমাট। কিন্তু কিসের কি? উল্টো শিরোপার লড়াইটাকে একতরফা বানিয়ে নিচ্ছে ম্যানচেস্টার সিটি।

চলতি মৌসুমের শুরুতে প্রিমিয়ার লিগের শীর্ষে ছিল চেলসি। একটা সময় লিভারপুল ছিল তাদের কাছাকাছি। ম্যানসিটি ছিল তিনে। কিন্তু বাকি দুই দলের পয়েন্ট হারানোর সুযোগে এবং নিজেদের অপ্রতিরোধ্য জয়ের ধারা অব্যাহত থাকায় এখন অনেক বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে সিটিজেনরা।

২২ ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট ৫৬ যা চেলসির থেকে ১৩ পয়েন্ট বেশি। লিভারপুলের থেকে বেশি ১৪ পয়েন্ট। অবশ্য লিভারপুল ম্যাচ দুটি কম খেলেছে। যদি সেই দুটি ম্যাচে জয় ধরা হয় তাহলেও ম্যানসিটি এগিয়ে থাকবে ৮ পয়েন্ট।

আর্সেনাল, টটেনহ্যাম, ম্যানইউ তো শীর্ষ চারের মধ্যে থাকার জন্যই লড়াই করছে। ম্যানসিটি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে চলতি মৌসুমে তাদের হাত থেকে শিরোপা কেড়ে নেওয়া অন্য দলগুলোর জন্য বেশ কঠিনই হবে।

LEAVE A REPLY