আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত : প্রশান্ত মহাসাগরে সুনামির হুমকি কেটেছে

প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ টোঙ্গার কাছে শনিবারের বিশাল সাগরতলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর নতুন করে সুনামির হুমকি কেটে গেছে। একটি পর্যবেক্ষক গ্রুপ এ তথ্য জানিয়েছে। 

ওই প্রচণ্ড অগ্ন্যুৎপাতের পর শনিবার টোঙ্গোসহ আশপাশে সুনামিজনিত জলোচ্ছ্বাস আঘাত হেনেছিল। একটি ‘মিনি-সুনামি’ সুদূর জাপান পর্যন্ত পৌঁছে কোচি প্রিফেকচারে নৌযানের ক্ষতি করে।
 
আজ রবিবার প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডাব্লিউসি) বলেছে, নতুন করে সুনামির হুমকি কমে গেছে। তবে উপকূলীয় অঞ্চলগুলোকে শক্তিশালী বা অস্বাভাবিক মাত্রার ঢেউয়ের জন্য সতর্ক থাকতে হবে।
 
যুক্তরাষ্ট্র ও জাপান এর আগে প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরে যেতে সতর্ক করেছিল। আরো সুনামি হওয়ার আশঙ্কা না থাকলেও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত টোঙ্গার অবস্থা কতটা খারাপ তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
 
আজ স্থানীয় সময় দুপুরের দিকে এক সংবাদ সম্মেলনে ওই অঞ্চলের অন্যতম বড় দেশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, দ্বীপদেশ টোঙ্গার রাজধানী নুকু’আলোফায় অনেক নৌকা এবং বড় পাথর পর্যন্ত উপকূলে ভেসে এসেছে।

জেসিন্ডা আরডার্ন বলেন, ‘নুকু’আলোফা আগ্নেয়গিরির ধূলোর পুরু স্তরে ঢেকে গেছে। তবে এ ছাড়া পরিস্থিতি শান্ত এবং স্থিতিশীল।’

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, ক্ষুদ্র প্রশান্ত মহাসাগরীয় দেশটির সঙ্গে তখন পর্যন্ত যোগাযোগ খুব সীমিত ছিল।

জেসিন্ডা আরডার্ন আরো বলেন, পরিস্থিতি নিরাপদ থাকলে নিউজিল্যান্ড সোমবার সকালে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য বিমানবাহিনীর একটি পর্যবেক্ষণ বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY