বিমানের গুয়াংজু ফ্লাইট চালু হচ্ছে

ক্রমবর্ধমান যাত্রীচাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে চীনের গুয়াংজুতে যাত্রীবাহী ফ্লাইট চালু করতে যাচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে শিগগিরই ফ্লাইট চালু হবে বলে আশা করছেন জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটির কর্মকর্তারা। এর অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সোমবার গুয়াংজুতে নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করেছে।

চীনের গুয়াংজু শহরে নতুন এ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, বিমানের করপোরেট পরিকল্পনা ও প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর ড. মো. মাহবুব জাহান খান (অব.), মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ সালাহউদ্দিন, চীনে বিমানের ব্যাবসায়িক সহযোগী সুপার পাওয়ার লজিস্টিকসের প্রতিনিধি ফিলিপ উ, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি মোহাম্মদ জাহিদ হোসেন, চীনে কর্মরত বিমানের কান্ট্রি ম্যানেজার মো. শাহনেওয়াজ মজুমদার ও স্টেশন ম্যানেজার মোহাম্মদ শামীম হাসান।

মাহবুব উজ জামান বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিমানের জন্য এটি অত্যন্ত লাভজনক গন্তব্য হবে। দেশটির সঙ্গে বিমানের যাত্রীবাহী ফ্লাইট চালুর জন্য দূতাবাসের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে।

মো. মাহবুব জাহান খান (অব.) জানান, শুধু গুয়াংজু নয় ভবিষ্যতে দেশটির অন্যান্য গন্তব্যেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। চীনে কার্গো ও চার্টার্ড ফ্লাইট পরিবহনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য তিনি রাষ্টদূতকে ধন্যবাদ জানান।   

মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, খুব শিগগিরই এ রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট চালু হবে এবং যাত্রীগণের ভোগান্তি কমে আসবে। টিকেটের মূল্যও কমবে।

মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট চালুর ফলে চীনে বসবাসকারী বাংলাদেশিরা উপকৃত হবেন। তারা সহজেই দেশে যাতায়াত করতে পারবেন।

LEAVE A REPLY