রাশিয়ার সঙ্গে উত্তেজনা! ইউক্রেনকে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা ক্রমশই বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাশিয়া সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করার পরিপ্রেক্ষিতে তার দেশ আত্মরক্ষার জন্য ইউক্রেনকে স্বল্পপাল্লার ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে।

প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এমপিদের বলেছেন, ব্রিটিশ সেনাদের একটি ছোট দলকেও প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউক্রেনে পাঠানো হবে। তিনি বলেন, রাশিয়ার সেনাদের আক্রমণের কাজে লাগানো হতে পারে- এ উদ্বেগের ‘যৌক্তিক ও বাস্তব কারণ রয়েছে’।রাশিয়া ইউক্রেনে কোনো হামলার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। দেশটি বরং পশ্চিমাদেরই আগ্রাসনের জন্য অভিযুক্ত করছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে কিছুসংখ্যক ব্রিটিশ সেনা ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণে সহায়তা করার জন্য সেদেশে রয়েছে। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া আক্রমণের পরে ইউক্রেনের নৌবাহিনীর পুনর্গঠনে সহায়তা করার জন্যও যুক্তরাজ্য অঙ্গীকার করেছে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY